ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

মাধবপুরে করোনার টিকা প্রথম নেন ডা.নাদিরুজ্জামান

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিরুজ্জামানকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে করোনারে টিকা দেওয়ার কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।এ কর্মসূচির উদ্বোধন করেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিনের উদ্বোধন করা হয়। এসময় ভ্যাকসিন গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিরুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা সুকুমল রায়।এসময় উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসানসহ, সাংবাদিকবৃন্দ, মাধবপুর হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দুপুর ২টায় বলেন, ‘আজ রেজিস্ট্রেশনকৃত ৪০ জনকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যাদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিদের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে।’উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, ‘দেশে যখন করোনা ভাইরাস আসে তখনই মনে হয়েছে এটা একটা যুদ্ধ। সেই যুদ্ধে স্বাস্থ্যবিধি মেনে এতদিন ধরে অনেকটা জয়ী হয়ে আসতে পেরেছি। আজ ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে আরো আশাবাদি হলাম। মাধবপুরে করোনার সম্মূখ যোদ্ধাসহ ৫৫ বছরের উর্ধ্বে বয়সের ব্যক্তিরা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার আহবান জানাচ্ছি।’মাধবপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মহি উদ্দিন বলেন, ‘আমি সর্ব প্রথম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনাকে। যিনি আমাদেরকে করোনা ভাইরাসের ভ্যাকসিন উপহার দিয়েছেন। এ মূহুর্তে সারা বিশ্বে করোনা ভাইরাস আতংকের নাম। মাধবপুরবাসীকে আহ্বান জানাবো আতংকিত না হয়ে ভ্যাকসিন গ্রহণ করুন।’মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিরুজ্জামান বলেন, ‘শুরু থেকে সম্মূখ যোদ্ধা হিসাবে মানুষের পাশে ছিলাম। আজ মাধবপুর উপজেলায় প্রথম ভ্যাকসিন গ্রহণ করে নিজেকে গর্বিত মনে হচ্ছে।’‘‘আমাকে দেখে যেন মাধবপুরের মানুষ ভ্যাকসিন নিতে অনুপ্রাণিত হয় এবং তাদের মনের ভিতর যেন ভ্যাকসিন নিয়ে কোনো ভয়ভীতি না থাকে। আমার কোনো অসুবিধা হয়নি। আমি চাই প্রত্যেক নাগরিক যেন কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আগ্রহী হন।

ads

Our Facebook Page